Wellcome to National Portal

ঝিনাইদহ জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্কিট হাউস

 

 

ঝিনাইদহ সার্কিট হাউস এর পটভূমিঃ

ব্রিটিশ আমলে বিভাগীয় কমিশনারগণ সার্কিট কোর্ট করার জন্য জেলায় যে ভবনে অবস্থান করতেন সেটি সার্কিট হাউস নামে পরিচিত ছিল। সার্কিট হাউস বর্তমানে জেলা সফরে আগত রাষ্ট্রীয় অতিথি, ভি,আই,পি ও সরকারী পদস্থ কর্মকর্তাদের সরকারী আবাসন হিসেবে ব্যবহৃত হয়। ঝিনাইদহ সার্কিট হাউসের কাজ ১৯৯০ সালে সম্পন্ন হয় এবং ১৯৯৪ সালের এপ্রিল মাস হতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় সার্কিট হাউস অবস্থিত।

কক্ষগুলোর নামঃ

ক্রঃ নং

রুম নং

রুমের নাম

ভিআইপি/এসি যুক্ত

আসবাবপত্র ও অন্যান্য সুবিধা

০১

০১

কপোতাক্ষ

ভি,আইপি,

এয়ার কন্ডিসন যুক্ত

একটি উন্নত মানের বক্সখাট; সোফাসেট; ড্রেসিং টেবিল; রিডিং টেবিল; চেয়ার এবং সেন্ট্রাল টেবিল আছে। উন্নত মানের বাথরুমের ব্যবস্থা আছে এবং একটি টেলিফোন ও একটি রঙিন টেলিভিশন আছে।

০২

০২

নবগঙ্গা

ভিআইপি

এয়ার কন্ডিসন যুক্ত

দুইটি উন্নত মানের সিঙ্গেল সেমি বক্সখাট; সোফাসেট; ড্রেসিং টেবিল; রিডিং টেবিল; চেয়ার এবং সেন্ট্রাল টেবিল আছে। উন্নত মানের বাথরুমের ব্যবস্থা আছে ও একটি টেলিভিশন আছে।

 

 

ইছামতি

ভিআইপি ডাইনিং

একটি উন্নত মানের ০৬ আসন বিশিষ্ট ডাইনিং টেবিল ও চেয়ার এবং একটি সোফাসেট আছে। উন্নত মানের বাথরুমের ব্যবস্থা আছে ।

০৩

০৩

গড়াই

নন-ভিআইপি

এয়ার কন্ডিসন যুক্ত

দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।

০৪

০৪

কুমার

নন-ভিআইপি

এয়ার কন্ডিসন যুক্ত

দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।

০৫

০৫

ভৈরব

নন-ভিআইপি

এয়ার কন্ডিসন যুক্ত

দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।

০৬

০৬

বেগবতি

নন-ভিআইপি

এয়ার কন্ডিসন যুক্ত

দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।

০৭

০৭

ডাকুয়া

নন-ভিআইপি

এয়ার কন্ডিসন যুক্ত

দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।

০৮

০৮

কোদলা

নন-ভিআইপি

দুইটি সেমি বক্সখাট; দুই সীটের সোফাসেট; রিডিং টেবিল; চেয়ার ও কমোড সিষ্টেম বাথরুমের ব্যবস্থা আছে ।

অন্যান্য সুবিধাঃ

সার্কিট হাউসের পৃথক রান্না ঘর আছে এবং একজন কুক ও মশালচী আছে। সার্কিট হাউসে অবস্থানকারী কর্মকর্তাগণের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সার্কিট হাউসের নীচতলায় পশ্চিম দিকে ৫০ আসন বিশিষ্ট একটি কনফারেন্স রুম আছে এবং পূর্ব দিকে ৪৮ আসন বিশিষ্ট ডাইনিং রুম আছে। সার্কিট হাউসের দুইতলা বিশিষ্ট একটি পৃথক বিল্ডিং আছে। যার নীচতলায় ০৩টি গাড়ী রাখার মত গ্যারেজ আছে এবং ২য় তলায় গাড়ী চালকদের থাকার জন্য তিনটি রুম আছে।

যোগাযোগঃ

ঝিনাইদহ শহরে কেন্দ্রীয় পোষ্ট অফিসের সামনে হতে যে কোন যানবাহনে ঝিনাইদহ সার্কিট হাউসে যাতাযাত করা যায়।  ফোন নম্বর 02477746661/01767627584 (এনডিসি) । সার্কিট হাউস ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসকের উপর ন্যস্ত। নেজারত ডেপুটি কালেক্টর তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা নাজির (প্রটোকল) সার্কিট হাউস এর কেয়ার টেকারের দায়িত্ব পালন করেন।