Wellcome to National Portal

ঝিনাইদহ জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার ঝিনাইদহ।  এর উত্তরে রয়েছে কুষ্টিয়া জেলা ,পূর্বে মাগুরা, দক্ষিণে যশোর ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও চুয়াডাঙ্গা জেলা।ঝিনাইদহ জেলা ২৩.১৫' উত্তর অক্ষাংশ থেকে ২৩°.৪৫³ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°.৪৫' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°.১৫' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। জেলার মোট আয়তন ৭৫৮ বর্গমাইল (১৯৪১.৩৬ বর্গ কিমি)। ঝিনাইদহ সদর,কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর,শৈলকুপা ও হরিণাকুন্ডু ৬ টি উপজেলার সমন্বয়ে ঝিনাইদহ জেলা গঠিত। আয়তনের দিক থেকে ঝিনাইদহ সদর উপজেলা বৃহত্তম ( ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত) এবং ক্ষুদ্রতম উপজেলা কোটচাঁদপুর( ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত)।

 

কৃষি জলবায়ু 

 ঝিনাইদহের বুক চিরে বয়ে চলেছে বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদী।