Wellcome to National Portal

ঝিনাইদহ জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা ও ইউনিয়ন

উপজেলা ও উপজেলাওয়ারী ইউনিয়নের তালিকা

 

ক্রম উপজেলা ইউনিয়ন  
০১ ঝিনাইদহ সদর

সাধুহাটী, মধুহাটী, সাগান্না, হলিধানী, কুমড়াবাড়ীয়া,গান্না, মহারাজপুর, পাগলাকানাই, পোড়াহাটী, হরিশংকরপুর, পদ্মাকর, দোগাছি, ফুরসুন্দি, কালীচরণপুর, সুরাট, ঘোড়শাল, নলডাঙ্গা

০২ কালীগঞ্জ সুন্দরপুর-দূর্গাপুর, জামাল, কোলা, নিয়ামতপুর, সিমলারোকনপুর, ত্রিলোচনপুর, রায়গ্রাম, মালিয়াট, বারবাজার, কাষ্টভাঙ্গা, রাখালগাছি,
০৩ কোটচাঁদপুর সাবদালপুর, দোড়া, কুশনা, বলুহর, এলাঙ্গি
০৪ মহেশপুর এস,বি,কে, ফতেপুর, পান্তাপাড়া, স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজীরবেড়, বাঁশবাড়ীয়া, যাদবপুর, নাটিমা, মান্দারবাড়ীয়া, আজমপুর,
০৫ শৈলকুপা

ত্রিবেনী,মির্জাপুর,দিগনগর.কাচেঁরকোল,সারুটিয়া,

হাকিমপুর,ধলহরাচন্দ্র,মনোহরপুর,বগুড়া,আবাইপুর,

নিত্যানন্দপুর,উমেদপুর, দুধসর, ফুলহরি

০৬ হরিণাকুন্ডু ভায়না, জোড়াদহ, তাহেরহুদা, দৌলতপুর, কাপাশহাটিয়া, ফলশী, রঘুনাথপুর, চাঁদপুর
 

 

 

 

 

 

ইউনিয়ন পরিষদের সংখ্যা গঠণ

ঝিনাইদহ জেলায় মোট ৬৭টি ইউনিয়ন পরিষদ আছে। তম্মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৭টি, কালীগঞ্জ উপজেলায় ১১টি, কোটচাঁদপুর উপজেলায় ৫টি, মহেশপুর উপজেলায় ১২টি,শৈলকুপা উপজেলায় ১৪টি এবং হরিণাকুন্ডু উপজেলায় ৮টি ইউনিয়নরয়েছে।

 

১ জন চেয়ারম্যান, ৩ জন মহিলা সদস্য ও ৯ জন মেম্বর নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত।

 

কার্যক্রম

স্থানীয়সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ এর আলোকে

১।ইউনিয়নপরিষদেরপ্রধানকার্যাবলীনিম্নরূপঃ
(ক) প্রশাসন ও সংস্থাপন বিষয়াদি
(খ) জনশৃংখলা রক্ষা
(গ) জনকল্যাণমূলক কার্য সম্পর্কিত সেবা এবং
(ঘ) স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
২।উপ-ধারা(১)এউল্লিখিতপ্রধানকার্যাবলীরউপরভিত্তিকরেপরিষদেরকার্যাবলীদ্বিতীয়তফসিলে* বর্ণিতহয়েছেঃ
(১) পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী।
(২) পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
(৩) শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন।
(৪) কৃষি, মৎস্য ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
(৫) মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
(৬) কর, ফি, টোল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়।
(৭) পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রমসম্পাদন।
(৮) খেলাধুলা, সামাজিক উন্নতি, সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণও সহযোগিতা প্রদান।
(৯) পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
(১০) আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।
(১১) জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।
(১২) সরকারী স্থান, উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা।
(১৩) ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারীস্থানে বাতি জ্বালানো
(১৪) বৃক্ষরোপন ও সংরক্ষণ এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ
(১৫) কবরস্থান, শ্মশান, জনসাধারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তিররক্ষণাবেক্ষণ ও পরিচালনা।
(১৬) জনপথ, রাজপথ ও সরকারি স্থানে অনধিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাত ও তারকারণ বন্ধ করা।
(১৭) জনপথ ও রাজপথের ক্ষতি, বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা।
(১৮) গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ অপসারণ ও বাবস্থাপনা নিশ্চিত করা।
(১৯) অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ।
(২০) মৃত পশুর দেহ অপসারণ ও নিয়ন্ত্রণ এবং পশু জবাই নিয়ন্ত্রণ।
(২১) ইউনিয়নে নতুন বাড়ি, দালান নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বিপজ্জনক দালান নিয়ন্ত্রণ।
(২২) কুয়া, পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকরসন্দেহযুক্ত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য উৎসের ব্যবস্থাপনা ওসংরক্ষণ করা।
(২৩) খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্বাস্থ্যের জন্যক্ষতিকর সন্দেহযুক্ত কূপ,পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানিব্যবহার নিষিদ্ধ করা।
(২৪) খাবর পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বাপানি সরবরাহের অন্যান্য স্থানেরনিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশুগোসল করানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
(২৫) পুকুর বা পানি সরবরাহেরঅন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বাঅন্যান্য ভিজানো গাছভিজানো নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
(২৬) আবসিক এলকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা।
(২৭) আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিদ্ধনিয়ন্ত্রণ করা।
(২৮) আবাসিক এলাকায় ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণকরা।
(২৯) অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিকদুর্যোগমোকাবেলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহণ ও সরকারকে সার্বক্ষণিক সহায়তাপ্রদান।
(৩০) বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা।
(৩১) গণশিক্ষা কার্যক্রম, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।
(৩২) বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ।
(৩৩) গবাদি পশুর খোঁয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।
(৩৪) প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করা।
(৩৫) ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম-আয়েশ বা সুযোগ-সুবিধার জন্য প্রয়োজনীয়অন্যান্য ব্যবস্থা গ্রহণ।
(৩৬) ই-গভর্ণেন্স চালু ও উৎসাহিতকরণ।
(৩৭) ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতাসম্প্রসারণ।
(৩৮) সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী।
৩। উপ-ধারা (১) ও (২) এ যাই থাকুক না কেন, উপ-ধারাসমূহের সামগ্রিকতাকেক্ষুণ্ণ নাকরে, সরকার সংরক্ষিত আসনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিধিদ্বারা নির্ধারিত করিতেপারবে।