Wellcome to National Portal

ঝিনাইদহ জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলার মানচিত্র

ঝিনাইদহ  জেলা ২৩.১৫র্ উত্তর অক্ষাংশ থেকে ২৩.৪৫র্ উত্তর অক্ষাংশ পর্যমত এবং  ৮৮.৪৫র্ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯.১৫র্ পূর্ব দ্রাঘিমা পর্যমত বিসতৃত। এর উত্তরে রয়েছে কুষ্টিয়া, পূর্বে মাগুরা, দক্ষিণে যশোর ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও চুয়াডাঙ্গা জেলা। জেলার মোট আয়তন ৭৫৮ বর্গমাইল (১৯৪১.৩৬ বর্গ কিমি)। ঝিনাইদহের বুক চিরে বয়ে চলেছে বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা ও কুমার নদী। এখানকার জলবায়ু উষ· ধরনের সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪ সেলসিয়াস। এবং বার্ষিক বৃষ্টিপাত ১৫২.১৯০ সেমি।