Wellcome to National Portal
Regarding the publication of the draft polling station list for the 4 parliamentary constituencies of Jhenaidah district on the occasion of the 13th National Parliament Election
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাইফেলস ক্লাব

ঝিনাইদহ রাইফেল ক্লাব বাংলাদেশ ন্যাশনাল শুটিং ফেডারেশনের একটি জেলা শাখা।  এই ক্লাবের মূল উদ্দেশ্যে হচ্ছে অস্ত্র আইন মেনে চলে যথা সম্ভব দুর্ঘটনা সমূহকে এড়িয়ে নিরাপত্তার বিভিন্ন দিক চিন্তা করে প্রয়োজনীয়তা সাপেক্ষে ক্লাবের সদস্য গনকে ও অন্যান্য শুটারগনকে উৎসাহিত করা। জাতীয় অবস্থার প্রয়োজনে লাগতে পারে এ উদ্দেশ্যে মাগুরা জেলা ও এর সন্নিহিত এলাকা সমূহের নাগরিক, সচেতন কলেজ ছাত্র, বিএনসিসি ক্যাডেটগনকে রাইফেল, পিস্তল, রিভলবার, সর্টগান, বিগবোর এবং অন্যান্য আনুসাঙ্গিক ক্ষুদ্রাস্ত্র দিয়ে শুটিং কে লোক প্রিয় করে তোলা। ছোট অস্ত্র দ্বারা লক্ষ্যভেদ নৈপুন্য অর্জনে সংগঠিত করে এবং প্রশিক্ষন প্রদান করে জাতীয় এবংআর্ন্তজাতিক ভাবে শুটিং এ অংশগ্রহণ করার মতো প্রতিযোগী দল প্রেরন করা। এছাড়াও নিয়মিত আন্তঃ ক্রীড়া ও বহিঃ ক্রীড়া সহ নিয়মিত সুটিং মহড়ার মাধ্যমে ক্লাবের সদস্যদের মধ্যে শুটিং এর প্রতিযোগীতার ব্যবস্থা করা।