Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

১২ ডিসেম্বর সারা বাংলাদেশে পালিত হচ্ছে "ডিজিটাল বাংলাদেশ দিবস"

আগামী ১২ই ডিসেম্বর সারাদেশে প্রশাসনের আয়োজনে ও আইসিটি বিভাগের সহযোগিতায় প্রত্যেক বিভাগে, জেলা, উপজেলাতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হবে।

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের নাম বদলে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে দিবসটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। এই দিবসের নাম পরিবর্তন করে ডিজিটাল বাংলাদেশ দিবস করার প্রস্তাব করা হয়, মন্ত্রিসভা এটা অনুমোদন করেছে। গত বছরের ২৭ নভেম্বর মন্ত্রিসভা প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিসব’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের এ-সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়। এরপর গত বছর ১২ ডিসেম্বর প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়।