প্রিয় সুধীজন,
আপনারা অবগত আছেন যে, জেলা প্রশাসন বাংলাদেশ সরকারের জেলা পর্যায়ের সকল নির্বাহী কাজের কেন্দ্রবিন্দু। সরকারের সকল নীতিমালা, আইন ও আদেশের আলোকে এবং রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদির সুষ্ঠু অর্জনের লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারি, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজগুলো জেলা প্রশাসনের মাধ্যমে ও সমন্বয়ে অনেকাংশেই সম্পাদিত হয়ে থাকে।
ভৌগোলিকভাবে অত্যন্ত উর্বর ঝিনাইদহ জেলায় ধান, কলা, পান ইত্যাদি ফসল প্রচুর হয় বিধায় এ জেলার অধিকাংশ মানুষ মূলত কৃষিভিত্তিক জীবন যাপন করেন। কৃষিকে মূল উপজীব্য হিসেবে ধরে এ জেলার কলা ও পান নিয়ে জেলা প্রশাসন ব্রান্ডিংয়ের কাজ করে যাচ্ছে।
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হয়েছে। আমরা উদযাপন করেছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। একই সঙ্গে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ”। ২০২১ সালে বাংলাদশ উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে ঝিনাইদহের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল হাজিরার আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অল্প সময়ে তার সুফল ঝিনাইদহবাসী ভোগ করতে শুরু করেছে। স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের হাজিরার চিত্র ৩০%-৪০% থেকে পাল্টে ৯৫% -এ উন্নীত হয়েছে। ক্লাস চলাকালীন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কোচিং ও প্রাইভেটে ক্লাস করা বন্ধ হয়েছে এবং তা নিয়মিত তদারকির মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভূমি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে। ঝিনাইদহে ডিজিটাল রেকর্ড রুম হয়েছে এবং ঘরে বসে অনলাইনে পর্চার আবেদন করা যাচ্ছে। ঝিনাইদহের প্রতিটা ভূমি অফিস দালাল ও দুর্নীতিমুক্ত। মডেল হিসেবে সদর উপজেলা ভূমি অফিসের মত করে সকল ভূমি অফিসের রেকর্ডরুম গোছানোর কাজ প্রায় শেষ হয়েছে।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদা তৎপর জেলা প্রশাসন। খাদ্যে ভেজাল, সরকারি অফিসে দালাল, যানজট, নাগরিক ভোগান্তি, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ ইত্যাদি বন্ধে এবং করোনাভাইরাস মহামারী প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব আজ বিপর্যস্ত। ঝিনাইদহ জেলাকে করোনাভাইরাস মহামারীর প্রভাব হতে রক্ষা করতে এবং মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যাক্তির কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সর্বোপরি, যে কোন সমস্যায় সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের সাথে শুনানীর মাধ্যমে কথা বলে সমাধান পাচ্ছেন।
ন্যাশনাল ওয়েব পোর্টালের আওতায় এ ওয়েবসাইটকে তথ্যসমৃদ্ধ করে সাজানো হয়েছে। এই ওয়েবসাইটটি অল্প দিন পর পর সংস্কার করা হচ্ছে যাতে সময়োচিত ও অর্থবহ তথ্যসমূহ এতে সহজেই পাওয়া যায়। যে কোনো ধরনের পরামর্শ, মন্তব্য অথবা তথ্য সংশোধনী সাদরে গ্রহণযোগ্য। কারণ আপনার যে কোন মূল্যবান পরামর্শ, মন্তব্য অথবা গঠনমূলক সমালোচনা ঝিনাইদহ জেলা প্রশাসনকে করবে আরো কর্মোদ্যমী, আরো দায়িত্ববান।
শুভেচ্ছান্তে,
মনিরা বেগম
জেলা প্রশাসক, ঝিনাইদহ
ইমেইল: dcjhenaidah@mopa.gov.bd